বিপদে পড়া মানুষকে সাহায্য করুন, আল্লাহ আপনার সাহায্য করবেন’
SUNNEWSBD.COM
Publish: 27-Apr-2020
‘বিপদে পড়া মানুষকে সাহায্য করুন, আল্লাহ আপনার সাহায্য করবেন’
সাননিউজ বিডিডটকম ডেস্ক॥ করোনাভাইরাস পরিস্থিতিতে শুরু থেকেই সরব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। কখনও সচেতনতামূলক বার্তা, আবার কখনও অসহায় মানুষের জন্য সাহায্য- নিজের সাধ্যমতো করে যাচ্ছেন রুবেল।
নিজ শহর বাগেরহাটে স্থানীয় প্রশাসনে দিয়েছেন ইনফ্রারেড থার্মোমিটার, মওকুফ করেছেন নিজের বাড়ি ভাড়াটিয়াদের ভাড়া। এছাড়া যখন যেখানে পারছেন ত্রাণ দিয়ে যাচ্ছেন জাতীয় দলের এ গতিতারকা।
এবার তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে। তার মতে, কেউ যদি বিপদে পড়া মানুষকে সাহায্য করে, তাহলে আল্লাহই সেই ব্যক্তির সাহায্যের ব্যবস্থা করে দেবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, ‘কেউ বিপদে পড়লে সাহায্য করুন। আপনি বিপদে পড়লে আল্লাহর পক্ষ থেকে, কেউ আপনাকে সাহায্য করবে।’
এমদাদুল ইসলাম ( ইনতা )
সম্পাদক
সাননিউজবিডি ডটকম