বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টকর্মীদের রাস্তা অবরোধ
SUNNEWSBD.COM
Publish: 16-May-2020
বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টকর্মীদের রাস্তা অবরোধ
সাননিউজ বিডিডটকম ডেস্ক ॥ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ঢাকার মহাখালীতে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার সকাল ১০টার দিকে মহাখালী-বনানীর প্রধান সড়কে শ্রমিকদের বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানিয়েছেন, তাদের কারও এক মাসের এবং কারও দুই মাসের বেতন বাকি রয়েছে।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারাখানার শতাধিক শ্রমিক বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাস্তায় অবস্থান নেয়।
“শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর এবং কারখানার মালিকপক্ষের মধ্যে বৈঠক হলেও সমাধান হয়নি।”
আগামী বৃহস্পতিবার বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে দুপুর ১টার দিকে শ্রমিকরা সরে যান বলে ওসি জানান।
এমদাদুল ইসলাম ( ইনতা )
সম্পাদক
সাননিউজবিডি ডটকম