Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 21st September 2024
প্রবাস
শ্রীলঙ্কায় ট্যুরিস্ট ভিসায় ব্যবসা করতে গিয়ে গ্রেপ্তার ২১
 SUNNEWSBD.COM
 Publish: 14-Mar-2024

শ্রীলঙ্কায় ট্যুরিস্ট ভিসায় ব্যবসা করতে গিয়ে গ্রেপ্তার ২১



সাননিউজবিডি ডটকম, প্রবাস ॥ডেস্ক: ট্যুরিস্ট ভিসায় শ্রীলঙ্কা গিয়ে অনলাইন ব্যবসা পেতে বসেছিলেন ২১ জন ভারতীয় নাগরিক। জানতে পেরে তাদের আটক করে দেশটির কর্তৃপক্ষ।

দি ডেইলি মিরর খবরের কাগজের বরাত দিয়ে জানানো হয়, নেগামবো শহরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। গিয়ে দেখে ওখানে কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রপাতি সাজিয়ে একটি অনলাইন মার্কেটিং সেন্টার পরিচালনা করা হচ্ছে। সেখান থেকে ২৪ থেকে ২৫ বছর বয়সী ওই ২১ জনকে মঙ্গলবার আটক করে শ্রীলঙ্কার ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন।

শ্রীলঙ্কা কয়েকটি দেশের নাগরিকদেরকে ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে ভিসার সুযোগ দিচ্ছে একটি চলমান পাইলট প্রজেক্টের অংশ হিসেবে। এই সুযোগ নিয়েছিল ওই ভারতীয়রা। তারা ওই ভিসার আওতায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শ্রীলঙ্কায় আসে।

তবে শ্রীলঙ্কার আইনে ট্যুরিস্ট ভিসায় আসা ব্যক্তিদের কোনো রকমের কাজ করা নিষিদ্ধ। এ কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

খবর- এনডিটিভি





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ