Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
অপরাধ
বহু নাবিকসহ বাংলাদেশের দুই জাহাজ ছিনতাই করলো ভারতীয় কোস্টগার্ড
 SUNNEWSBD.COM
 Publish: 10-Dec-2024

বহু নাবিকসহ বাংলাদেশের দুই জাহাজ ছিনতাই করলো ভারতীয় কোস্টগার্ড

সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥অপরাধ॥ খুলনার হিরণ পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশি মাছ ধরার জাহাজ এফভি মেঘনা-৫ ও লয়লা-২ ভারতীয় কোস্টগার্ড ৭৯ জন নাবিকসহ দুটি জাহাজ ধরে নিয়ে গেছে। আটকের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে অপহৃতদের পরিবার ও সংশ্লিষ্টদের মাঝে।

জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা জানাচ্ছে, জাহাজ দুটির বর্তমান অবস্থান ভারতের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইলের মধ্যে।

২৪ নভেম্বর এফভি মেঘনা-৫ আর ২৭ নভেম্বর এফভি লাইলা-২ নামের দুটি জাহাজ মাছ আহরণের জন্য সাগরে যায়।

জাহাজ মালিক প্রতিষ্ঠান সিএন্ডএ আগ্রোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহে জানান, রোববার রাতে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় মাছ আহরণ করা অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটি ঘিরে ফেলে। একপর্যায়ে জাহাজ দুটিকে নিজেদের জনসীমায় নিয়ে যায় তারা।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত