Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
আন্তর্জাতিক
সিরিয়ায় সরকার গঠনের দায়িত্বে মোহাম্মদ আল বশির!
 SUNNEWSBD.COM
 Publish: 10-Dec-2024

সিরিয়ায় সরকার গঠনের দায়িত্বে মোহাম্মদ আল বশির!



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ হায়ত তাহরির আল-শামের (এইচটিএস) সাথে সম্পর্কিত সাবেক মন্ত্রী মোহাম্মদ আর বশিরকে অন্তর্বর্তী সরকার গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে। বাশার আল-আসাদের পতনের প্রেক্ষাপটে এই সরকার গঠিত হতে যাচ্ছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়া হয়নি।

মোহাম্মদ আল বশির একসময় এইচটিএস-সংশ্লিষ্ট বিরোধী স্যালভেশন সরকারের প্রধান ছিলেন।

তাকে নতুন নেতৃত্ব গঠন এবং নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

পেশায় ইঞ্জিনিয়ার আল বশির ১৯৮৩ সালে ইদলিব প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন।

সূত্র : দি ন্যাশনাল





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত