Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 12th December 2024
জাতীয়
অবৈধভাবে অবস্থানকারী বিদেশীদের সতর্ক করল বাংলাদেশ
 SUNNEWSBD.COM
 Publish: 10-Dec-2024

অবৈধভাবে অবস্থানকারী বিদেশীদের সতর্ক করল বাংলাদেশ



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥জাতীয়॥ বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশী নাগরিকদের সতর্ক করে অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করেছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।’

যেসকল বিদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দফতর অথবা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত