Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 15th September 2024
আন্তর্জাতিক
গাজার দুর্ভোগ ‘বর্ণনার বাইরে’ : ইউনিসেফ
 SUNNEWSBD.COM
 Publish: 12-Aug-2024

গাজার দুর্ভোগ ‘বর্ণনার বাইরে’ : ইউনিসেফ



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ গাজায় দুর্ভোগ আর ধ্বংস ‘বর্ণনার বাইরে’ বলে জানিয়েছে জাতিসঙ্ঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফ।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেলিম ওয়েইস নামে ইউনিসেফের একজন কর্মকর্তা সম্প্রতি গাজা উপত্যকা থেকে ফিরে এসে আল-জাজিরাকে এ কথা বলেন।

সেলিম ওয়েইস বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলের বাস্তব চিত্র গণমাধ্যমে যা দেখা যায় তার চেয়ে অনেক অনেক খারাপ।

তিনি বলেন, ‘আমরা গণমাধ্যমে ছিটমহলের বাসিন্দাদের মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্য, ধ্বংসের গভীরতা, মানুষের কষ্টের গভীরতা এবং মৌলিক বিষয়গুলোর জন্য তাদের দৈনন্দিন যে সংগ্রাম তা দেখতে পাই না। গাজার পরিস্থিতি সত্যিই বর্ণনার বাইরে।’

এদিকে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৩৯ হাজার ৭৯০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৯২ হাজার দুই জন।

সূত্র : আল-জাজিরা





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ