Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 15th September 2024
জাতীয়
অ্যাটর্নি জেনারেলসহ ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ
 SUNNEWSBD.COM
 Publish: 12-Aug-2024

অ্যাটর্নি জেনারেলসহ ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥জাতীয়॥ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার সকাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। এর মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন। তাদের স্থলে নতুন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পেতে অনেকের বায়োডাটা নেওয়া হয়েছে। এসব পদ পেতে শতাধিক বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী বায়োডাটা জমা দিয়েছেন বলে জানা যায়।

এর আগে, গত বুধবার প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। তারপর অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন।

এরপর বৃহস্পতিবার আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন। সেদিই সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল অফিসে তারা পদত্যাগপত্র জমা দেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ