Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 5th October 2024
রাজনীতি
দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো? যা বললেন চরমোনাই পীর
 SUNNEWSBD.COM
 Publish: 28-Sep-2024

দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো? যা বললেন চরমোনাই পীর



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥রাজনীতি॥ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছে। কারণ, এখন জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ অংশগ্রহন করা নিয়ে রয়েছে নানা ধরনের সংশয়। এমন পরিস্থিতিতে বিএনপি ছাড়া দ্বিতীয় দল আছে একমাত্র জামায়াত ইসলামী। আর যেহেতু জামায়াত বিএনপির সঙ্গে এখনও যুক্ত আছে, সেহেতু তারা একক নির্বাচন করবে কিনা সেটি এখনও পরিষ্কার নয়। আবার জামায়াত একক নির্বাচনের ঘোষণা দিলে তা নিয়ে বিপদ সংকেত গুনছে বিএনপি। আর এমনই পরিস্থিতিতে দেশজুড়ে আলোচনা, জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলো যুক্ত হয়ে তারা কি এক হয়ে যাচ্ছে?

এবার এ বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘সব স্তরের মানুষের সরকার এই অন্তর্বর্তী সরকার। কিন্তু সেটা এখন কেন যেন পরিলক্ষিত হচ্ছে না। ৯২ শতাংশের বেশি মুসলমানের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম-ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি।’

ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে।’

নির্বাচনে মাঠপর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকেই কর্মীদের কাজ শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে? আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বরই খেতে পারবে না।’





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত