Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 5th October 2024
অপরাধ
ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে
 SUNNEWSBD.COM
 Publish: 30-Sep-2024

ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥অপরাধ॥ নেতাদের হত্যার উদ্দেশ্যে বিএনপির মহাসমাবেশে হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ সকালে কানাডা থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে ইমিগ্রেশন থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ডাকা মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

সূত্র : বাসস





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত