Logo
TV
ব্রেকিং নিউজঃ
Tuesday 17th September 2024
প্রবাস
মালেশিয়ায় ১০টি মুদি দোকান থেকে ২০ লক্ষ টাকার ওষুধ জব্দ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
 SUNNEWSBD.COM
 Publish: 01-Sep-2018

সাননিউজবিডডিটকম ডেস্ক: মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযানে বাংলাদেশী দ্বারা পরিচালিত ১০টি মুদি দোকান থেকে ২০ লক্ষ টাকার ওষুধ জব্দ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শীর্ষ নিউজ

গত ২৯ আগস্ট মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুরের জালান তুন তান সিও সিন ও জালান সিলাং এলাকায় এই অভিযান পরিচালনা করেন মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযানের সময় ২৮০ প্রকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দাতুক ড. নুর হিসাম আব্দুল্লাহ জানান, গত ২৩ আগষ্ট মালয়েশিয়ার স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে বাংলাদেশীদের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অনুমোদন বিহীন এসব দোকানে ওষুধ বিক্রি করা হচ্ছে যা দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, ২০১৬ ও ২০১৭ সালেও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।

জব্দ করা ওষুধের ভিতরে উল্লেখযোগ্য, সিফরক্সসিন, ট্রামাডল এবং ডায়াজাপাপ। অভিযান চালানোর সময় কত জনকে গ্রেফতার করা হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

ডেস্ক সম্পাদনায়: নাজমুল হুদা





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ