Logo
TV
ব্রেকিং নিউজঃ
Tuesday 17th September 2024
প্রবাস
১২ ধরনের কাজ থেকে বাংলাদেশী কর্মীদের সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ
 SUNNEWSBD.COM
 Publish: 05-Sep-2018

সাননিউজবিডি ডটকম ডেস্ক: অবশেষে ১২ ধরনের কাজ থেকে বাংলাদেশী কর্মীদের সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ ১২ ধরনের কাজ বন্ধের ‘সার্কুলার’ জারি করেছে। ফলে লাখ লাখ কর্মী বেকার হয়ে পড়েছেন। তারা দেশটিতে নিম্নমানের চাকরি খুঁজে বেড়াচ্ছেন। কেউ কেউ ছোট কাজ পেলেও বেশির ভাগ কর্মী কাজ পাননি। তারা জমানো অর্থ খরচ করে জীবন যাপন করছেন। পুলিশ প্রতিদিন বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বাংলাদেশী অনেক ব্যবসায়ীর দোকানপাট ভেঙ্গে দিয়েছে। পুলিশী অভিযানে অনেকে দেশে ফেরার জন্য ‘আউট পাস’ সংগ্রহও করে রেখেছেন।

সূত্র জানিযেছে, সৌদি আরবে প্রবাসী কর্মীদের কাজের ক্ষেত্র সংকুচিত করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে প্রবাসী কর্মীদের ১২ ধরনের কাজের ওপর নিষেধজ্ঞা জারি করেছে সৌদি সরকার। সৌদি নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরি করতেই প্রবাসী কর্মীদের ১২ ধরনের কাজ থেকে বিরত রাখা হচ্ছে। ব্যবসা বাণিজ্য ও দোকানপাট থেকে তাদের চাকরি চলে গেছে। ইতোমধ্যে সৌদিতে ব্যবসা বাণিজ্য থেকে বাংলাদেশী নাগরিকদের অনেক সংকুচিত করে দেয়া হয়েছে। বর্তমানে হাজার হাজার কর্মী ১২ ধরনের কাজের বাইরে নতুন করে কাজ খুঁজছেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ