Logo
TV
ব্রেকিং নিউজঃ
Tuesday 3rd December 2024
প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে প্রেসক্লাবের সভাপতি জামির-সম্পাদক হাবিব ও আরিফ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
 SUNNEWSBD.COM
 Publish: 06-May-2023

সভাপতি জামির-সম্পাদক হাবিব ও আরিফ মোল্ল্যা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত



আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য দৈনিক সমকাল প্রতিনিধি জামির হোসেনকে সভাপতি, দৈনিক সময়ের খবর প্রতিনিধি হাবিব ওসমান ও পিবিএ’র জেলা প্রতিনিধি আরিফ মোল্ল্যাকে সাংগঠনিক সম্পাদক করে প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটির গঠন করবে বলে ঘোষণা করেন। সভায় নির্বাচন পরিচালনা করেন, ক্লাবের উপদেষ্টা সদস্য আনোয়ারুল ইসলাম রবি, আজিবর রহমাান ও শাহজাহান আলী বিপাশ।

এদিন বেলা ১১টায় কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সভার সূচনাা করা হয়। এরপর ক্লাবের প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দৈনিক নয়া শতাব্দির কালীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ। সার্বিক সভা পরিচালনা করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি তারেক মাহমুদ।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ