Logo
TV
ব্রেকিং নিউজঃ
Tuesday 17th September 2024
খেলা
বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, জনপ্রিয় সাবিনা
 SUNNEWSBD.COM
 Publish: 28-May-2023

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, জনপ্রিয় সাবিনা



সাননিউজবিডি ডটকম ডেস্ক:-॥খেলাধুলা॥ ১৯৬৪ সালে দেশে প্রথমবারের মতো ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। তারই ধারাবাহিকতায় ২০২২ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবার দেশের সেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। আজ রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার দৌঁড়ে লিটন পেছনে ফেলেছেন সাফজয়ী ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে। তবে দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন সাবিনা খাতুন।

এ বছরের পুরস্কারপ্রাপ্তরা

বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)

বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি

বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন

বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম

বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার

বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান

উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)

বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)

তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)

সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল

বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ