Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 27th July 2024
আন্তর্জাতিক
ইরান বিদেশে বছরে ১০০ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করে
 SUNNEWSBD.COM
 Publish: 25-Jan-2024

ইরান বিদেশে বছরে ১০০ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করে

আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪

সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার আমেরিকা ও ইউরোপ অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক আহমেদ ফিরোজি বলেছেন, ২১ মার্চ ২০২৩ সাল থেকে এ পর্যন্ত দেশ থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ ও ওষুধ পণ্য রপ্তানি হয়েছে৷

তিনি জানান, তার দেশের বর্তমান বাণিজ্য ও বাণিজ্যিক ইউনিটের সংখ্যা প্রায় ৫০টি, যারা বিদেশে ওষুধ রপ্তানির কাজে নিযুক্ত। মেহর বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

ফিরোজি বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য মানসম্পন্ন পরিষেবা প্রদানে বাণিজ্য কেন্দ্রগুলির ভূমিকাকে 'গুরুত্বপূর্ণ এবং কার্যকর' হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, বাণিজ্য ও বাণিজ্যিক কেন্দ্রগুলি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনে আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসায়ীদের দেওয়া পরিষেবার মান উন্নত করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত