Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 8th September 2024
তথ্য-প্রযুক্তি
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
 SUNNEWSBD.COM
 Publish: 16-May-2024

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর



সাননিউজবিডি ডটকম, তর্থ্য প্রযুক্তি ডেস্ক॥ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধাযুক্ত করতে কাজ করছে অ্যাপল।আইফোনে ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধাযুক্ত করতে কাজ করছে অ্যাপল। এরই মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করতে আলোচনা শুরু করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, টিম কুকের (অ্যাপলের প্রধান নির্বাহী) সংস্থাটি তাদের লেটেস্ট আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চ্যাটজিপিটির কয়েকটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে ওপেনএআইয়ের সাথে ধারাবাহিক আলোচনা করছে। দাবি করা হচ্ছে, উভয় সংস্থাই এই মুহূর্তে চুক্তির বিভিন্ন শর্ত চূড়ান্ত করতে ব্যস্ত। ধারণা করা হচ্ছে অ্যাপল এবং ওপেনএআই সংস্থা দুটি হয়তো খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে আসবে। যদি পরবর্তী সময়ে সত্যি এই চ্যাটবটটি আইফোনে ইন্টিগ্রেড করা হয় তবে ব্যবহারকারীরা সরাসরি ডিভাইসেই চ্যাটজিপিটির কার্যকারিতার অ্যাক্সেস পেয়ে যাবেন।

প্রসঙ্গত, ওপেনএআই ছাড়াও অ্যাপল তাদের নতুন ফোনগুলোতে জেমিনি চ্যাটবটের সুবিধা চালু করার জন্য গুগলের সাথে লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা চলমান রেখেছে। আসলে অ্যাপল তাদের ব্যবহারকারীদের এআই সংক্রান্ত সর্বাধিক সেরা এবং উন্নত সুবিধা প্রদানে বিশেষ আগ্রহী। তাই টেক জায়ান্টটি এই মুহূর্তে বিভিন্ন প্রোডাক্টে এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকে জানিয়েছিলেন, ব্যক্তিগতভাবে ওপেনএআইয়ের বিভিন্ন প্রযুক্তি, বিশেষ করে চ্যাটজিপিটির বিভিন্ন প্রোডাক্টে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি আগ্রহী। পাশাপাশি তিনি আরো বলেছিলেন, ওপেনএআই সংস্থাটির সাথে এখনও বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে। হয়তো সমস্যাগুলো সমাধান করার পরই অ্যাপল এবং ওপেনএআই চূড়ান্ত চুক্তি সাক্ষর করবে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ