Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 21st July 2024
আন্তর্জাতিক
গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত ৪২
 SUNNEWSBD.COM
 Publish: 24-Jun-2024

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় নিহত ৪২সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ গাজার ঐতিহাসিক আটটি শরণার্থী শিবিরের অন্যতম আল-শাতির বাড়িঘরে ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হয় বলে জানান ইসমাইল আল-থাউয়াবতা নামের এক কর্মকর্তা। খবর রয়টার্সের।

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে শনিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকার শাসক দল হামাস পরিচালিত গণমাধ্যম কার্যালয়।

রয়টার্স জানায়, গাজার ঐতিহাসিক আটটি শরণার্থী শিবিরের অন্যতম আল-শাতির বাড়িঘরে ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হয় বলে জানান ইসমাইল আল-থাউয়াবতা নামের এক কর্মকর্তা।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল-তুফাহ এলাকার বাড়িঘরে হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত হয়।

হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) যুদ্ধবিমান গাজা সিটিতে হামাসের দুটি সামরিক অবকাঠামোতে হামলা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার বিষয়ে বিস্তারিত দ্রুতই জানানো হবে।

সামরিক অবকাঠামোতে হামলা নিয়ে ইসরায়েলি দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ ধরনের হামলার জন্য দখলদার ও তার নাৎসি নেতাদের মূল্য দিতে হবে।

ঘটনাস্থল থেকে রয়টার্স যেসব ফুটেজ পেয়েছে, সেগুলোতে দেখা যায়, বিধ্বস্ত বাড়িঘরের মধ্যে ভুক্তভোগীদের সন্ধান করছেন ফিলিস্তিনিরা।

সাননিউজবিডি ডটকম
এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবরতারিখ অনুযায়ী খবর দেখুনঃসর্বাধিক পঠিত