Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 8th September 2024
খেলা
বিশ্বকাপে পরাজয়ে ব্যাটিং বিপর্যয়কেই দায়ী করলে তাসকিন
 SUNNEWSBD.COM
 Publish: 28-Jun-2024

বিশ্বকাপে পরাজয়ে ব্যাটিং বিপর্যয়কেই দায়ী করলে তাসকিন



সাননিউজবিডি ডটকম ডেস্ক:-॥খেলাধুলা॥ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত। তাদের ওপর ভর করেই গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে পৌঁছায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ওই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি তারা।

এই ব্যর্থতার বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। ঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি তারা। তাওহীদ হৃদয় ছাড়া ব্যাটিংয়ে বলার মতো তেমন কিছুই করতে পারেননি কেউ। ব্যাটারদের এমন খারাপ সময় দেখে হতাশ পেসার তাসকিন আহমেদও।

শুক্রবার দেশে ফেরার পর বিমানব্ন্দরে তিনি বলেন, ‘ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।’

‘ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলছি আমরা। কিন্তু তাও আসলে, এত লম্বা...কখনোই আমি ক্রিকেট খেলার পর, বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছি, কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখিনি। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে। ’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুজন বোলার ছিলেন দুর্দান্ত। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ছিলেন সেরা পাঁচ উইকেট সংগ্রাহকের তালিকাতেও। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রিশাদ এখনও আছেন চার নম্বরে। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তানজিম।

এ নিয়ে তাসকিন বলেন, ‘অবশ্যই। মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। ’

‘বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই। ’





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ