Logo
TV
ব্রেকিং নিউজঃ
Friday 18th October 2024
রাজনীতি
দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ : কুষ্টিয়ায় হানিফ
 SUNNEWSBD.COM
 Publish: 28-Jun-2024

দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ : কুষ্টিয়ায় হানিফ



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥রাজনীতি॥ বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘পৃথিবীর বহু দেশের মধ্যে রেল সংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধীতা করছেন তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না।’

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলেই আদালত তাকে দণ্ড দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো- বিদ্যুৎ-এর উৎপাদন ব্যয় বেশি। সরকারকে অনেক ভর্তুকি দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। এখন সমস্যা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, দ্রুতই বিদ্যুৎতের সব সমস্যা সমাধান হবে।’





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ