Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 21st July 2024
খেলা
কোহলি ও রোহিতের পথে হাঁটলেন জাদেজা
 SUNNEWSBD.COM
 Publish: 30-Jun-2024

কোহলি ও রোহিতের পথে হাঁটলেন জাদেজাসাননিউজবিডি ডটকম ডেস্ক:-॥খেলাধুলা॥ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসরের হিড়িক পড়েছে ভারতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রবীন্দ্র জাদেজা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এই অলরাউন্ডার।

জাদেজা লিখেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলছি আমি। গর্বের সঙ্গে ছুটে চলা অবিচল ঘোড়ার মতো দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছি এবং বাকি ফরম্যাটেও সেটা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো, যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবার উঁচুতে থাকবে। অটল সমর্থন ও স্মৃতির জন্য ধন্যবাদ।’

২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জাদেজার। গতকাল বিশ্বকাপ ফাইনালই হয়ে থাকল তার শেষ ম্যাচ। যেখানে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

১৫ বছরের ক্যারিয়ারে ৭৪ ম্যাচ খেলেছেন জাদেজা। ৫১৫ রানের পাশাপাশি বল হাতে ৫৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সাননিউজবিডি ডটকম
এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবরতারিখ অনুযায়ী খবর দেখুনঃসর্বাধিক পঠিত