Logo
TV
ব্রেকিং নিউজঃ
Wednesday 15th January 2025
রাজনীতি
শহীদ সাগরের পরিবারের সাথে ছাত্রশিবিরের সেক্রেটারির সাক্ষাৎ ও কবর যিয়ারত
 SUNNEWSBD.COM
 Publish: 14-Sep-2024

শহীদ সাগরের পরিবারের সাথে ছাত্রশিবিরের সেক্রেটারির সাক্ষাৎ ও কবর যিয়ারত



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥রাজনীতি॥ ময়মনসিংহ মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রেদুয়ান হুসাইন সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর যিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

শনিবার (১৪ সেপ্টেম্বর) এ সাক্ষাৎ করেন।

শহীদ সাগর, যিনি ময়মনসিংহ ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই ময়মনসিংহ মহিলা কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় ছাত্রলীগের গুলিতে শাহাদাতবরণ করেন।

সাক্ষাৎকালে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান ছাত্রশিবির নেতৃবৃন্দের কাছে তার একমাত্র ছেলে হারানোর বেদনা ব্যক্ত করেন। তিনি জানান,‘জীবন মৃত্যুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ বান্দার জন্য যা করেন, মঙ্গলের জন্যই করেন। বাবার সামনে সন্তানের লাশ সত্যিই বেদনাদায়ক, তবে আমি ও আমার পরিবার আল্লাহ তাআলা ওপর ধৈর্য ধারণ করছি। আমাদের অসুস্থ মায়ের জন্য আপনারা দোয়া করবেন।’

সেক্রেটারি জেনারেল শহীদ রেদুয়ান হুসাইন সাগরসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের শাহাদাতের মর্যাদা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত