Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা ঢাকা ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকলীগ নেতার দৃষ্টিনন্দন ফল বাগান
 SUNNEWSBD.COM
 Publish: 01-Sep-2018

সাননিউজবিডডিটকম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শহরের মহিলা কলেজ এলাকার বাসিন্দা, কৃষকলীগ নেতা ও জেএম ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল ওয়াদুদ তার তিন তলা ভবনের ছাদে দৃষ্টি নন্দন একটি ফলের বাগান গড়ে তুলেছেন। তার এই সাফল্যে প্রতিবেশীদের অনেকেই উৎসাহিত হয়ে উঠছেন। তারাও ছাদের ওপর ফল বাগান করার উদ্দেশে আব্দুল ওয়াদুদের পরামর্শ নিচ্ছেন।

জানা গেছে, গফরগাঁও জেএম ফাজিল মাদ্রাসার আইসিটি বিষয়ের শিক্ষক ও লংগাইর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ প্রায় ৫ বছর পূর্বে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন ৪ শতাংশ জমির ওপর তিন তলা একটি ভবন নির্মাণ করেন। ভবনটি নির্মাণের সময় তিনি ছাদে অতিরিক্ত রড-সিমেন্ট ব্যবহার করে ঢালাই করান। প্রায় দুই বছর পূর্বে তিনি অর্ধেক ছাদের ওপর ফলদ ও ওষুধি গাছের বাগান করেন। বর্তমানে তার বাগানে রয়েছে আম, জাম্মুরা, মাল্টা, কমলা, বার মাসি আমড়া, পেয়ারা, আখ, জামরুল, আমলকি, ডায়াবেটিকস গাছ (এই গাছের পাতা খেলে ডায়াবেটিকস রোগ সারে) তেজপাতাসহ দেশি-বিদেশি প্রায় ১৫ জাতের ফল ও বিভিন্ন জাতের ওষুধি গাছ।

আব্দুল ওয়াদুদ বলেন, বাগান করার উদ্দেশে প্রথমেই অতিরিক্ত লোড নেয়ার মতো করে ছাদ ঢালাই করেছি। ছাদের ওপর বাগান করতে হলে অবশ্যই বাগানে সকাল-বিকেল কষ্ট ও যত্ন করতে হবে। এক-দুদিন যত্ন না নিলেই গাছ শুকিয়ে মরে যেতে পারে। আমার বাগান দেখে প্রতিবেশীদের অনেকে ছাদের ওপর বাগান করার জন্য আমার পরামর্শ নিচ্ছেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত