Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
রাজনীতি
‘বিআরপি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
 SUNNEWSBD.COM
 Publish: 15-Nov-2024

‘বিআরপি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥রাজনীতি॥ দেশে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) নামে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আজ (১৫ নভেম্বর) শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাবির সাবেক অধ্যাপক মনজুরুল আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ডা. এটিএম কামরুল ইসলাম, দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. আসিফ এস মিজান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক তানভীর আবির প্রমুখ।

অনুষ্ঠানে দলটি ৭১ সদস্যের কমিটি ঘোষণা করে।দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হলেন লন্ডন প্রবাসী মো. সোহেল রানা।তিনি অনলাইনে যুক্ত হয়ে সোহেল রানা দলের পক্ষ থেকে ২৭ দফা ঘোষণা করে বলেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণ সহায়তা ও কর্মকালীন সময়ে প্রণোদনা দেওয়া হবে।মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কম্পিউটার ইন্টারনেটসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে, যেন তারা একটি ভালো চাকরি করতে পারেন।তাছাড়া উন্নত স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও নগরীগুলোতে সুপেয় পানির অধিকারসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্র ও রাজনীতির সংস্কার করা হবে।

‘সংস্কারেই পরিবর্তন-পরিবর্তনের বাংলাদেশ’- এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ সংস্কার পার্টি তার মূলনীতি ও মূল্যবোধ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, দলীয় ও সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

আমন্ত্রিত অতিথিরা নতুন দলটিকে স্বাগত জানিয়ে বলেন, সংবিধানে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠা করতে হলে সংস্কারবাদী দলের প্রস্তাবনাগুলো বিবেচনায় আনতে হবে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত