Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা রংপুর লালমনিরহাট
ধরলার স্রোতে ভেসে বাংলাদেশের মোগলহাট সীমান্তে বিএসএফ’ টহল দল
 SUNNEWSBD.COM
 Publish: 11-Sep-2018

সাননিউজবিডি ডটকম ডেস্ক: ভারতীয় সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি টহলদল জেলা সদরের মোগলহাট ইউনিয়নে ধরলা নদীতে টহল দেওয়ার সময় কান্ট্রিবোড বিকল হয়ে তীব্র স্রোতে বাংলাদেশের ৪ কিলোমিটার অভ্যন্তরে ঘেরুরঘাট নামক স্থানে প্রবেশ করে । ঘটনাটি ঘটে সোমবার রাত ১২ টায়। পরে দীর্ঘ ৬ ঘন্টা পর বিজিবি ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাদের উদ্ধার করা হয়।

বিজিবি সুত্র জানায়,লালমনিরহাটের মোগলহাট বিওপি’র বিপরীতে ভারতের ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ এর গীতালদহ ক্যাম্পের টহল দল একটি কান্ট্রিবোট যোগে টহল করার সময় কান্ট্রিবোটটি বিকল হয়ে সীমান্ত পিলার ৯২৭/৪-এস এর নিকট দিয়ে ধরলার তীব্র স্রোতে ভেসে বাংলাদেশের ৪ কিলোমিটার অভ্যন্তরে ঘেরুরঘাটে প্রবেশ করে । সেখানে বিশাল কাশবনে আটকে থাকে। উক্ত কান্ট্রিবোটে ৩ জন বিএসএফ সদস্য এবং ২ জন মাঝি ছিল। পরবর্তীতে আজ মঙ্গলবার সকাল ৬টায় ৩৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নিকট ফোন করে উক্ত বিএসএফ সদস্যদেরকে উদ্ধারের জন্য সাহায্য চায়। পরে বিএসএফ ও বিজিবির যৌথ অভিযানে বিএসএফ এর সকল সদস্যদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফেরৎ পাঠানো হয় বলে জানান লালমনিরহাট-১৫ বিজিবির পরিচালক লেঃকর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত