Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা ঢাকা ফরিদপুর
বোয়ালমারীতে কৃষক লীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোর নিহত
 SUNNEWSBD.COM
 Publish: 05-Oct-2018

বোয়ালমারীতে কৃষক লীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোর নিহত

সাননিউজবিডি ডটকম ডেস্ক: ফরিদপুরে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামে কৃষক লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দলীয় কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরমেশ্বরদী গ্রামের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন আওয়ামী কৃষক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক সৈয়দ আব্দুর রহমান বাশার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন পরমেশ্বরদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি মেম্বার আবু সাইদ মিয়া।

কৃষক লীগের দুই কেন্দ্রীয় নেতার পক্ষে বিভক্ত এই দুই স্থানীয় গ্রুপ দীর্ঘদিনযাবত দ্বন্দ্বে লিপ্ত। মাত্র এক সপ্তাহ আগে একটি ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে আজকের এ হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানা যায়।

গুলিবিদ্ধ হয়ে নিহত নাজিম আলী ইউপি মেম্বার আবু সাঈদ মিয়ার সমর্থক জনৈক ইদ্রিস আলীর ছেলে। তার বাড়ি জয়পাশা গ্রামে।

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম জানান, আজ শুক্রবার সকাল ৮টার দিকে বোয়ালমারী উপজেলার পরশেম্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশারের সমর্থকদের সাথে ইউপি সদস্য আবু সাইদ মিয়ার সমর্থকদের সংঘর্ষ ধাওয়া হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ নাজিম আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিলো।

সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি (তদন্ত) জানান।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত