Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
২৪২ বছর ধরে চলছে মেলাটি
 SUNNEWSBD.COM
 Publish: 07-Oct-2018

২৪২ বছর ধরে চলছে মেলাটি

সাননিউজবিডি ডটকম ডেস্ক: আগামী ১৪ অক্টোবর থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪৩তম ঐতিহ্যবাহী সোনামুখী মেলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় ২৪২ বছর ধরে সোনামুখীতে প্রতি বছরই এ মেলা অনুষ্ঠিত হয়।

এক সময়কার প্রবাহমান ইছামতি নদীর তীর ঘেঁষে এই মেলা প্রাচীনকাল থেকেই প্রচুর জনসমাবেশ হত। বর্তমানে প্রবাহমান নদী না থাকলেও মেলার বুক চিরে সিরাজগঞ্জ সোনামুখী ভায়া বগুড়ার ধুনট-শেরপুর হয়ে আন্তঃজেলা সড়ক থাকার কারণে মেলাটির গুরুত্ব একটুও কমেনি। এর ফলে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বেচাকেনার উদ্দেশ্যে মেলাতে তাদের দ্রব্যসামগ্রী নিয়ে আসেন।



আসন্ন মেলাকে ঘিরে ইতিমধ্যে মেলার আশপাশের ২০/২২টি গ্রামের লোকজনের মধ্যে পড়ে গেছে সাজ সাজ রব! স্থানীয় লোকজন এই মেলা থেকে আসবারপত্র, দা, কাঁচি, ছুরিসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করে থাকে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের লোকের মধ্যে তাদের বৌ-ঝি, জামাই আদর আপ্যায়ন, ধুতী, পাঞ্জাবী, জামা-কাপড়, ছাতি, পাটা দেয়া-নেয়া বাঙালি জাতির হারানো ঐতিহ্যকে স্মরণ করে দেয়।

মেলায় চিত্তবিনোদনের জন্য সার্কাস ও ঘোড় দৌড়ের ব্যবস্থা থাকে।

মেলা থেকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকে। মেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মেলা কমিটি পুলিশের পাশাপাশি একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মেলার ইজারাদার।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত