Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 15th September 2024
সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপকুলীয় এলাকার ছয় জলদস্যু বাহিনীর ৪৩ জন সদস্য আত্মসমর্পণ
 SUNNEWSBD.COM
 Publish: 20-Oct-2018

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপকুলীয় এলাকার ছয় জলদস্যু বাহিনীর ৪৩ জন সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় ৯৪টি অস্ত্র ও ৭ হাজার ৬৩৭ গোলাবারুদ হস্তান্তর করা হয়।

আজ শনিবার দুপুর ১২টার দিকে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে র্যাব কর্তৃক আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান কামালের উপস্থিতিতে এই জলদস্যুরা আত্মসমর্পণ করেন।

সমাবেশে মহেশখালীর আন্জু বাহিনীর ১০ জন সদস্য ২৪টি অস্ত্র ও ৩৪৫টি গোলাবারুদ, রমিজ বাহিনীর দুজন সদস্য ৮টি অস্ত্র ও ১২০টি গোলাবারুদ, নুরুল আলম ওরফে কালাবদা বাহিনীর ছয়জন ২৩টি অস্ত্র ও ৩৩৩টি গোলাবারুদ, জালাল বাহিনীর ১৫ জন সদস্য ২৯টি অস্ত্র ও ৬ হাজার ৭৯৮টি গোলাবারুদ, আয়ুব বাহিনীর নয়জন ৯টি অস্ত্র ও ৩৭টি গোলাবারুদ এবং আলাউদ্দিন বাহিনীর একজন ১টি অস্ত্র ও চারটি গোলাবারুদ হস্তান্তর করেন।

এ সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্টগ্রাম বিভাগীয় পুলিশ কর্মকর্তা খন্দকার গোলাম ফারুক, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ