Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া
এক স্থানে একই সময় সরকার দলীয় দুটি সমাবেশ : জারি হলো ১৪৪ ধারা
 SUNNEWSBD.COM
 Publish: 27-Oct-2018

এক স্থানে একই সময় সরকার দলীয় দুটি সমাবেশ : জারি হলো ১৪৪ ধারা

সাননিউজবিডি ডটকম ডেস্ক: এক স্থানে একই সময় সরকার দলীয় দুটি সমাবেশ : জারি হলো ১৪৪ ধারা - ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে একই স্থানে সরকার দলীয় দুটি সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পুলিশের আবেদনের প্রেক্ষাপটে শুক্রবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস ১৪৪ ধারা জারি করে শনিবার সকাল ৬টা থেকে পুরো রামরাইল ইউনিয়নে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।

জানা যায়, শনিবার বিকেল ৩টায় রামরাইল ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন খেলার মাঠে (উলচাপাড়া খেলার মাঠ) মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন সুধী সমাবেশ আহবান করে । ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম ও বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম প্রমুখ নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হয়।

একই সময় উক্ত স্থানে রামরাইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মীসভা আহবান করে । এতে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, বিশেষ অতিথি হিসেবে রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত খান, প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিশেষ বক্তা হিসেবে সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নাম প্রচার করা হয়।

ফলে পাল্টা-পাল্টি সভা আহবানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের প্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে পুরো রামরাইল ইউনিয়নে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত