Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা খুলনা সাতক্ষীরা
সাতক্ষীরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৭
 SUNNEWSBD.COM
 Publish: 03-Nov-2018

সাতক্ষীরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৭

সাননিউজবিডি ডটকম ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে শ্রীউলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীমুজ্জামান পলাশ, আশাশুনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদ রাকিবুল হাসান রাশেদ, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, যুবলীগ নেতা এলাহী, একই এলাকার সুরেশ মন্ডলের ছেলে দীপংকর মন্ডল, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়াদ্দারের স্ত্রী সাহিদা খনম।

শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, স্থানীয়দের নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠক করছিলাম। এসময় ৭-৮টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা ইউনিয়ন পরিষদে এসে আমার ওপর হামলা করে। তারা আমাকে লক্ষ্য করে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারতে যায়। এ সময় বাধা দিতে গেলে শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামের মাথায় কোপটি লাগে। এছাড়া আরও দু’জন আহত হয়।

আহত দীপংকর মন্ডল জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার পর পার্শ্ববর্তী খাজরা ইউনিয়নের কিছু নেতা-কর্মী শ্রীউলায় আসেন। তাদের নাস্তার ব্যবস্থা করার জন্য তিনি ও নজরুল ইসলাম শ্রীউলা বাজারে যান। বাজারে পৌঁছালে চেয়ারম্যান সাকিলের ছেলে সৌরভ রায়হান সাদ আকস্মিক তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়।

বিষয়টি শামীমুজ্জামান পলাশকে জানালে পলাশ ও জাহাঙ্গীর ঘটনাস্থলে গেলে চেয়ারম্যান সাকিলের নেতৃত্বে তার ছেলে সাদ, ভাই শামীম, রেজাউল ইসলাম, রাকিবুল ইসলাম, মেম্বর তহমিনা ও তার স্বামী শফিকুল, শহীদুল্লাহ, আব্দুল্লাহসহ বেশ কয়েকজন জিআই পাইপ, লোহার রড, হাতুড়ি ও কুড়াল নিয়ে তাদের উপর হামলা করে।

এ ঘটনায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে বলে শুনেছি।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত