Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা ঢাকা গাজীপুর
গাজীপুর জঙ্গী আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ এক দম্পতিকে আটক করেছে
 SUNNEWSBD.COM
 Publish: 24-Jun-2018

সান নিউজ ডেস্ক ২৪ জুন ২০১৮, গাজীপুর সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী শ্রীপুরের মাওনা এলাকায় এক জঙ্গী আস্তানায় রবিবার অভিযান চালিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের সদস্যরা অস্ত্র ও বোমাসহ এক দম্পতিকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা করার জন্য তারা গত কিছুদিন ধরে সেখানে আস্তানা গেড়েছিল।

কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র ও কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীদুল ইসলাম জানান, শ্রীপুরের পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনায়) এলাকায় পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার রফিকুল ইসলামের দোতলা বাড়ির নীচতলার একটি ফ্লাটে জেএমবি’র কয়েক সদস্য অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে সেখানে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এ অভিযানে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও পুলিশ অংশ নেয়। এসময় ওই ফ্লাটের ভাড়াটিয়া আব্দুর রহমান (৩৭) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আব্দুর রহমানের ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা উদ্ধার করে। আটক আব্দুর রহমানের বাড়ি দিনাজপুরের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে। এসময় আব্দুর রহমানের স্ত্রী শামসুন্নাহারকেও আটক করা হয়।

দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট ডিএমপির উপ-পুলিশ কমিশনার রহমতুল্লাহ চৌধুরী ও কাউন্টার টেরোরিজেমের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আহসান হাবিব ও বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক মুমিন খানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করে। এ সময় ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ঘটনার সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঘরে পানি ছিটিয়ে দেয় মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেল ওই অভিযান শেষ হয়।

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, নিজেকে ড্রাইভার হিসেবে পরিচয় দিয়ে আব্দুর রহমান প্রায় দুই মাস আগে স্ত্রীসহ এসে সাড়ে তিন হাজার টাকায় ভাড়া নিয়ে ওই ফ্লাটে বসবাস শুরু করে। তবে আব্দুর রহমান কোন গাড়ি চালাতো তা জানা যায়নি।

বাড়ির মালিকের ছোট ভাই বাচ্চু মিয়াসহ স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে স্ত্রীকে নিয়ে আব্দুর রহমান ওই ফ্লাটে ওঠে। তারা আশেপাশের লোকজনকে এড়িয়ে চলতো। কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতো না। নিঃসন্তান ওই দম্পতির দুই মাস বয়সের একটি পালিত কন্যা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দু’দিন আগে মারা যায়। ধারণা করা হচ্ছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা করার জন্য তারা সেখানে আস্তানা গেড়েছিল।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত