Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
সারা বাংলা ঢাকা গোপালগঞ্জ
গোপালগঞ্জে ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা
 SUNNEWSBD.COM
 Publish: 02-Jul-2018

গোপালগঞ্জে ইটভাটা মালিককে কুপিয়ে হত্যা



সান নিউজ সংবাদদাতা, গোপালগঞ্জ ২রা জুলাই ২০১৮, গোপালগঞ্জের ইটভাটা মালিক আসাদুজ্জামান টিটো শরীফকে (৪৪) কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার ভর-দুপুরে গোপালগঞ্জ ও নড়াইল সীমান্তবর্তী এলাকা নড়াগাতী থানার চর-সিঙ্গাতী গ্রামে তার ইটভাটার সামনের সড়কের উপর এ ঘটনা ঘটে। নিহত টিটো শরীফ গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকার বাসিন্দা মোঃ আয়েজ উদ্দিন শরীফের ছেলে এবং গোপালগঞ্জ শরীফ ব্রিকসের সত্ত্বাধিকারী।

ভাটা মালিকের বডিগার্ড দুলাল চৌধুরী (৩৪) জানিয়েছেন, ইটভাটার জমি নিয়ে টিটো শরীফের সঙ্গে চর-সিঙ্গাতী গ্রামের বক্কার চৌধুরী গং-দের বিরোধ ছিল। গত শনিবার ওই জমি নিয়ে উভয়পক্ষ সালিশ-বৈঠক করে। বৈঠকে সবাই-ই টিটো শরীফকে ওই জমিতে কাজ করতে বলেন। রবিবার সকালে টিটো শরীফ শ্রমিক দিয়ে ওই জমিতে সীমানা-বেড়াসহ অন্যান্য কাজ শেষ করে দুপুর ১২ টার পর মোটর-সাইকেলযোগে গোপালগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন।



এ সময় ভাটার সামনে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী প্রথমে তাকে টেটাবিদ্ধ করে মোটর-সাইকেল থেকে ফেলে দেয়। এরপর তাকে এলোপাথাড়ী কুপিয়ে ও জবাই করে তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় সন্ত্রাসীরা তার ডান হাতও কব্জি থেকে বিচ্ছিন্ন করে। পরে সন্ত্রাসীরা মধুমতি নদী ঝাঁপিয়ে পালিয়ে যায়। নিহতের ভাই আশিকুজ্জামান শরীফ (৩৫) বলেন, আমার ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই।



এদিকে, ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম খান ও সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এবং নড়াইলের নড়াগাতী থানার ওসি মোঃ আলমগীর কবিরসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।



গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেছেন, ইটভাটা মালিককে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু ঘটনাস্থলটি নড়াইল সীমান্তে নড়াইলের পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। আসামীদেরকে ধরতে গোপালগঞ্জ ও নড়াইল পুলিশ যৌথ অভিযান শুরু করেছে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত