Logo
TV
ব্রেকিং নিউজঃ
Tuesday 3rd December 2024
ইসলামী জগৎ
কুরআন-গবেষককে আটক করায় সৌদিতে বিক্ষোভ
 SUNNEWSBD.COM
 Publish: 22-Jul-2018

কুরআন-গবেষককে আটক করায় সৌদিতে বিক্ষোভ

সাননিউজ বিডিডটকম ডেস্কঃ রাজতান্ত্রিক সৌদি সরকার সেদেশের আলেম ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে চলমান দমন অভিযানের অংশ হিসেবে একজন কুরআন-গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষককে আটক করেছে। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এই দমন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

সম্প্রতি সৌদি মানবাধিকার সংগঠন এএলকিউএসটি এক টুইটার বার্তায় জানিয়েছে, রিয়াদের রাজা সৌদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুসায়েদ আত-তাইয়ার’কে আটক করা হয়েছে। মহাগ্রন্থ আল-কুরআন নিয়ে ৫৩ বছর বয়সি এই আলেমের লেখা বহু বই রয়েছে।

এই আলেম সাধারণত রাজনীতি নিয়ে কোনো কথা বলেন না। এ কারণে তাকে গ্রেফতারের উদ্দেশ্য নিয়ে পর্যবেক্ষক মহলে কৌতুহল সৃষ্টি হয়েছে।

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার, বিচার ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মী, সরকার বিরোধী লেখক, গবেষক ও আলেম সৌদি নিরাপত্তা বাহিনীর প্রধান টার্গেটে পরিণত হয়েছেন।

এ ছাড়া, সৌদি আরবের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশেও নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই প্রদেশে সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ চলে আসছে। রাজনৈতিক সংস্কার, বাক স্বাধীনতা, রাজবন্দিদের মুক্তি এবং তেলসমৃদ্ধ প্রদেশটির জনগণের সঙ্গে সৌদি সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ