Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
অর্থনীতি
৫ জুন বসছে বাজেট অধিবেশন
 SUNNEWSBD.COM
 Publish: 19-May-2022

৫ জুন বসছে বাজেট অধিবেশন

সাননিউজবিডি ডটকম, ডেস্ক;অর্থনীতি॥ একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসছে আগামী ৫ জুন; যে অধিবেশনে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের সূচী রয়েছে। ওইদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক বসবে। আর আগামী ৯ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় এরই মধ্যে বাজেট অধিবেশনের প্রস্তুতি নিতে শুরু করেছে। চলতি অর্থবছরের বাজেট গত বছর ৩ জুন উপস্থাপন করা হয়েছিল। সেদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার ব্যয়ের ফর্দ সংসদে পেশ করেছিলেন, যা ৩০ জুন অনুমোদন করেছিল সংসদ।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিল। এবারও কিছুটা স্বাভাবিকভাবে অধিবেশনটি চলতে পারে বলে জানা গেছে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত