Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 5th October 2024
আন্তর্জাতিক
ইউক্রেনে যুদ্ধে প্রায় ৪০০ মার্কিন নাগরিক নিহত
 SUNNEWSBD.COM
 Publish: 25-Jan-2024

ইউক্রেনে যুদ্ধে প্রায় ৪০০ মার্কিন নাগরিক নিহত

আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪

সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ ইউক্রেনে সংঘাতের সময় অন্তত ৪০০ মার্কিন নাগরিক নিহত হয়েছে।সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষা সচিবের সাবেক উপদেষ্টা কর্নেল (অব.) ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন।

‘আমরা জানি যে, অন্তত ৪০০ মার্কিন ঠিকাদার ও সেনা মারা গেছে। তবে আমাদের প্রশাসন এটা স্বীকার করবে না,’ তিনি ‘এক্স’ সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন।

রাশিয়ান তদন্ত কমিটির প্রেস সার্ভিস ২০২৩ সালের মে মাসে বলেছিল যে, ২৩৪ মার্কিন নাগরিক সহ ৭১টি দেশের ২ হাজারেরও বেশি ভাড়াটে সৈন্য ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সূত্র: তাস।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত