Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
আন্তর্জাতিক
‘সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির
 SUNNEWSBD.COM
 Publish: 18-May-2024

‘সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীন এবং গ্লোবাল সাউথের দেশগুলোকে আগামী মাসে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এএফপি’র সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই আহ্বান জানান।

সুইস সরকার ঘোষণা করেছে, তারা জুনের মাঝামাঝি ইউক্রেনের জন্য একটি উচ্চ-পর্যায়ের শান্তি সম্মেলনের আয়োজন করবে। তবে রাশিয়া এতে অংশ নেবে না বলে জানিয়েছে।

চীনের উপস্থিতি ঘিরে অনিশ্চয়তা রয়েছে উল্লেখ করে সুইস সরকার বলেছে, সম্মেলনের আগে ‘অনেক কাজ’ করতে হবে।

জেলেনস্কি বলেন, চীনা নেতারা বিশ্বাস করেন, ‘যদি রাশিয়া যুদ্ধে হেরে যায় এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়।’

তিনি বলেন, ‘এটি পাশ্চাত্যের জন্য একটি বিজয় এবং তারা উভয়ের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পেতে চায়। সে জন্য আমি চীনকে শান্তি সম্মেলনে দেখতে চাই।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে আলোচনার জন্য চীন সফর করার সময় সেখানে নেতারা একটি বিশৃঙ্খল বিশ্বে একটি স্থিতিশীল শক্তি হিসাবে তাদের দেশের সম্পর্ক তৈরি করার ব্যাপারে বক্তব্যের প্রেক্ষিতে জেলেনস্কি এই মন্তব্য করেছেন।

চীন বলেছে, তারা ইউক্রেন সংঘাতে একটি নিরপেক্ষ এবং তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছে।

কিন্তু মস্কোর আক্রমণের নিন্দা করতে অস্বীকার করার জন্য বিশেষ করে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের মতো এটি সমালোচিত হয়েছে।

জেলেনস্কি সুইজারল্যান্ডে প্রতিনিধিদল পাঠাতে দেশগুলোর প্রতি জোরালো আবেদন জানিয়েছেন।

সূত্র : এএফপি





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত