Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 21st July 2024
বিনোদন
ওজন কমিয়ে শাবনূরের নতুন রুপ
 SUNNEWSBD.COM
 Publish: 24-Jun-2024

ওজন কমিয়ে শাবনূরের নতুন রুপসাননিউজবিডি ডটকম ডেস্ক:বিনোদন॥ একসময়ের বাংলার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। প্রায় এক দশক পর আবারও পর্দায় ফিরেছেন সবার পছন্দের শাবনূর।

শাবনূর পর্দায় ফিরেছেন রঙ্গনা সিনেমার হাত ধরে। ইতোমধ্যেই সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের পরিবর্তন এনেছেন এই নায়িকা। আবারও দেখা যাবে আগে শাবনূরকে।

পরিচালকের পরিকল্পনা ছিল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙ্গনা’। তবে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসেনি সিনেমাটি। এরপরই পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’।

রবিবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শাবনূর। ছবিতে দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটা সিনেমার চরিত্রের প্রয়োজনে।

অভিনেত্রীর ছবি দুইটি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে

নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ আগ্রহ নিয়ে আছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ হবে

সাননিউজবিডি ডটকম
এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবরতারিখ অনুযায়ী খবর দেখুনঃসর্বাধিক পঠিত