Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
আন্তর্জাতিক
ভারতে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ
 SUNNEWSBD.COM
 Publish: 22-Aug-2024

ভারতে বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ ভারতে চার বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ চলে। কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যে বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল। খবর এনডিটিভির।

নিউজ চ্যানেল এবিপির খবরে বলা হয়, কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের জমায়েত বা বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আরজি করের ঘটনায় প্রতিদিনই প্রতিবাদ মিছিল ও মিটিংয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টেই আরজি করের বিচারের দাবিতে রাজ্যজুড়ে রাত দখল অভিযানে নামে মেয়েরা। তাদের সঙ্গে নেমেছিল হাজারো মানুষের ঢল।

এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গে ‘নবান্ন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র সমাজ। আগামী ২৭ আগস্ট পশ্চিমবঙ্গের সচিবালয় মুখ্যমন্ত্রীর দপ্তরে ‘নবান্ন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র সমাজ। এই অভিযানের একটাই দাবি, ‘উই ওয়ান্ট জাস্টিস। দফা এক, দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’

কলকাতার তিনটি স্থানের নাম উল্লেখ থাকলেও পরবর্তীতে কয়েকশ’ স্থানে আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার রাস্তায় নামেন সাধারণ মানুষ। কলকাতার এই ভুক্তভোগীর বিচার চেয়ে অভূতপূর্বভাবে ইস্টবেঙ্গল, মোহনবাগন আর মহামেডেনের সমর্থকরা একত্রিত হয়ে রাস্তায় নামেন। পুলিশের হাতে মার খেয়ে গ্রেপ্তারও হয়েছেন অনেকে। ভারতের স্বাধীনতার পর শাসকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এত বড় আন্দোলন আগে দেখেনি পশ্চিমবঙ্গ। এবার সেই আন্দোলন আরও তীব্র করতে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বত্র আওয়াজ উঠেছে।

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এই দাবিকে সমর্থনে নবান্ন অভিযানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। এরপরই তীব্র চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমি অনুরোধ করব, ওনার বাবা যেন জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন যাওয়ার ডাক দেন। ওনার বাবাকে আসতে হবে না। বয়স্ক মানুষ, শোকাতুর হৃদয় নিয়ে আছেন। বাকি যা করার আমরা করে দেব। আমাদের একটা বাধ্যবাধকতা রয়েছে।

তা সব রাজনৈতিক দলেরই রয়েছে। তাই আমরা এই ডাক দিতে পারছি না।’ এ সময় তিনি আরও বলেন, ‘উনি একটা ডাক দিক যে, ২৫ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে জাতীয় পতাকা হাতে আপনারা নবান্ন যাবেন। এই মুখ্যমন্ত্রী নিজে থেকে ইস্তফা দেবেন না। তাকে ১৪ তলা থেকে টেনে নামাতে হবে।’ তবে এবার সেই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে আসায় আবারও ব্যাকফুটে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ছাত্র সমাজের নামে দেবদীপ অধিকারীর একটি পোস্টে মমতার পদত্যাগের আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘উই ওয়ান্ট জাস্টিস। দফা এক, দাবি এক মমতার পদত্যাগ।

আগামী ২৬ আগস্টের মধ্যে পদত্যাগ না করলে ২৭ তারিখ ‘নবান্ন চলো’ অভিযান। প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্তত একজন করে আসার আহ্বান। কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশও। আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ।’ দেবদীপ ওই পোস্টে আরও লিখেছেন, সময় এসে গেছে। আসুন সবাই একত্রিত হই এক ছাতার তলায়। দল-মত নির্বিশেষে, স্বৈরাচারের বিরুদ্ধে জোট বাধুন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত