Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
তথ্য-প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারে শীর্ষে চীন
 SUNNEWSBD.COM
 Publish: 01-Sep-2024

বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাস্টারে শীর্ষে চীন



সাননিউজবিডি ডটকম, তর্থ্য প্রযুক্তি ডেস্ক॥ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়াইপো’র তথ্যানুসারে চীন এখন বিজ্ঞান ও প্রযুক্তি অঞ্চলের শীর্ষ ১০০টির মধ্যে ২৬টি ক্লাস্টার বা অঞ্চল-গুচ্ছে নেতৃত্ব দিচ্ছে। উদ্ভাবন ক্ষেত্রে চীনের দ্রুত বৃদ্ধিকে প্রতিফলিত করে এ সূচক।

সোমবার প্রকাশিত ওয়াইপো গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে দেখা যায়, চীন গত বছরের তুলনায় আরও দুটি অঞ্চল-গুচ্ছে এগিয়ে যুক্তরাষ্ট্র এবং জার্মানিকে ছাড়িয়ে গেছে।

সূচকে দেখা গেছে শীর্ষ ১০টি ক্লাস্টারের মধ্যে সাতটি এশিয়ার এবং তিনটি যুক্তরাষ্ট্রের।

জাপানের টোকিও-ইয়োকোহামা বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রযুক্তির ক্লাস্টার, চীনের শেনচেন-হংকং-কুয়াংচৌ ক্লাস্টার আছে দ্বিতীয় স্থানে। গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছে বেইজিং।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত