Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
অর্থনীতি
বাংলাদেশকে আরো দুই বিলিয়ন ডলারের বেশি নতুন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক
 SUNNEWSBD.COM
 Publish: 17-Sep-2024

বাংলাদেশকে আরো দুই বিলিয়ন ডলারের বেশি নতুন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক



সাননিউজবিডি ডটকম, ডেস্ক:অর্থনীতি॥ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করার জন্য চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের সময় এ ঘোষণা দেন।

আবদৌলায়ে সেক জানান, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম, বন্যা পরবর্তী সহায়তা, বায়ু মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের জন্য বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলার নতুন অর্থায়ন করতে পারে।

তিনি বলেন, ‘আমরা আপনাদের যত দ্রুত এবং যত বেশি সম্ভব তত সহায়তা করতে চাই।’

তিনি আরো বলেন, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসূচি থেকে প্রায় এক বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ দেয়া হবে। উন্নয়ন সহযোগীদের আরো বেশি সহায়তা দেয়ার জন্য অধ্যাপক ইউনূস যে আহ্বান জানিয়েছেন তার অংশ হিসেবে এই অতিরিক্ত অর্থ দেবে বিশ্বব্যাংক।

আবদৌলায়ে সেক বলেন, অতিরিক্ত এই ঋণের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সফট লোন এবং অনুদানের মোট পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলারে পৌঁছাবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বলেন, পনের বছরের অপশাসন অবসান করে নতুন বাংলাদেশের এই পথচলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংককে নমনীয় হতে হবে।

শেখ হাসিনার সরকারের আমলে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা পুনরুদ্ধারেও বিশ্বব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা করা হবে বলে জানান।

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবদৌলায়ে সেক ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি এবং ম্যুরাল দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান।

সূত্র : বিবিসি





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত