Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
আন্তর্জাতিক
বাইডেনের সাথে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত
 SUNNEWSBD.COM
 Publish: 14-Nov-2024

বাইডেনের সাথে বৈঠকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥আন্তর্জাতিক॥ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বুধবার সাক্ষাত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনালাড ট্রাম্প। চির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের অংশ হিসেবে সাক্ষাত করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই নেতা। এই সময় দুই নেতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ঐতিহাসিক ওভাল অফিসে বৈঠকের শুরুতে দুই নেতা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা কত সহজে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা করেন।

এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে বাইডেনের সাথে সাক্ষাত করতে ওয়াশিংটন পৌঁছেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর প্রথমবারের মতো বাইডেনের সাথে দেখা করতে আসেন ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ বিমানে চড়ে ‘জয়েন্ট বেস অ্যান্ড’ বিমান ঘাঁটিতে অবতরণ করেন।

বাইডেন এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছিলেন। কিন্তু নির্বাচনী বিতর্কে ধরাশায়ী এবং বয়স নিয়ে কঠোর সমালোচনার মুখে সরে দাঁড়ান এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের ঐতিহ্য অনুযায়ী বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। কিন্তু ২০২০ সালে ট্রাম্প বাইডেনের সাথে এই রকম সৌজন্যতা দেখাননি।

সাংবাদিকদের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিন পিয়েরে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নিয়মে বিশ্বাস করেন। তিনি শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী।

বাইডেন ও ট্রাম্প বছরের পর বছর ধরে একে অপরের কঠোর সমালোচনা করে আসছেন। দু’জনের দলীয় নীতিও ছিল ভিন্ন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন, গাজা-ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সঙ্ঘাতময় পরিস্থিতি নিয়ে একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ শানিয়েছেন। ট্রাম্প ৮১ বছর বয়সী বাইডেনকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে আসছেন। অপরদিকে বাইডেনও ট্রাম্পকে (৭৮) অযোগ্য হিসেবে কটাক্ষ করে আসছেন।

সূত্র : এএফপি/বাসস





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত