Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
খেলা
ব্যাটিং-বোলিংয়ে পাকিস্তানের দাপট, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজের চমক
 SUNNEWSBD.COM
 Publish: 14-Nov-2024

ব্যাটিং-বোলিংয়ে পাকিস্তানের দাপট, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজের চমক



সাননিউজবিডি ডটকম ডেস্ক:-॥খেলাধুলা॥ ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন শাহিন আফ্রিদি, ৯ ধাপ এগিয়েছেন মেহেদী মিরাজ (ডানে) - ছবি : সংগৃহীত

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। চিরাচরিত নিয়ম মেনে পেসারদের হাত ধরেই এসেছে সাফল্য। সিরিজ জুড়ে পাক পেসারদের তাণ্ডবে নাকানিচুবানি খেয়েছে অজিরা। দুর্ধর্ষ ছিলেন হারিস রউফ-শাহিন আফ্রিদিরা।

যার পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। পারফরম্যান্সের ছাপ পড়েছে সদ্য প্রকাশিত আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন শাহিন আফ্রিদি। বড়সড় লাফ দিয়েছেন হারিসও।

বুধবার (১৩ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বড় প্রভাব ফেলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ। যেখানে ২০০২ সালের পর অজি দুর্গে সিরিজ জয়ের স্বাদ পায় রিজওয়ানের দল।

সিরিজ জুড়ে পুরনো ছন্দে দেখা মেলে শাহিন আফ্রিদিকে মাত্র ১২.৬২ গড়ে ৩ ম্যাচে শিকার করেন ৮ উইকেট। তাতে ৩ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা হারানোর পর ফের তা উদ্ধার করলেন শাহিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার উঠেছ হারিস রউফের হাতে। ৩ ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। সুবাদে র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন এই পেসার। ১৪ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন হারিস। তার রেটিং ৬১৮, যা তার ক্যারিয়ারসেরা।

১৪ ধাপ এগিয়েছেন আরেক পাক পেসার নাসিম শাহও। এই পেসার যৌথভাবে ৫৫ নম্বরে আছেন।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থান ধরে রেখেছেন আরেক পাকিস্তানি বাবর আজম। ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ব্যাটার-বোলার দুই বিভাগেই এখন রাজত্ব পাকিস্তানের।

এদিকে, একই সময়ে শেষ হয় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাসুম আহমেদের। ৪৯ ধাপ এগিয়ে ৭২ নম্বরে উঠেছেন তিনি।

৯ ধাপ এগিয়েছেন মেহেদী মিরাজ। আছেন বাংলাদেশীদের মধ্যে সেরা অবস্থানে, ২৩ নম্বরে। আর মোস্তাফিজুর রহমান ৬ ধাপ এগিয়ে আছেন ৩৬ নম্বরে।

বিপরীতে ১০ ধাপ পিছিয়েছেন শরিফুল ইসলাম। তিনি আছেন ৩৪ নম্বরে।

আর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন শান্ত। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ রিয়াদ ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অবশ্য বড় উন্নতি মেহেদী মিরাজের। আফগানিস্তানের বিপক্ষে ভালো করার পুরস্কার পেয়েছেন তিনি। সিরিজে তিন ম্যাচে ব্যাট হাতে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৩ উইকেট।

সুবাদে ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মিরাজ। উঠে এসেছেন ৪ নম্বরে। ২৫২ রেটিং পয়েন্ট মিরাজের। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ নাবি।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত