Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
খেলা
উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
 SUNNEWSBD.COM
 Publish: 14-Nov-2024

উন্মোচিত হলো বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’



সাননিউজবিডি ডটকম ডেস্ক:-॥খেলাধুলা॥ ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট ডিজাইন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ‘ডানা ৩৬’।

বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানানো হয়।

শান্তির প্রতীক হিসেবে মাসকটে দেখা যাবে একটি সুসজ্জিত পায়রাকে। বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

ডানা বিস্তৃত, আত্মবিশ্বাসী, আনন্দদায়ক হাসিতে পায়রাটি গ্রাফিতি শিল্পে সজ্জিত একটি ক্রিকেট ব্যাট ধরে আছে। এর পালকের রঙিন গ্রাফিতি প্যাটার্ন এবং ব্যাট আমাদের স্বাধীনতা, ইতিবাচক শক্তি এবং সাংস্কৃতিক গর্বের থিম উপস্থাপন করে।

এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।

বিপিএলের এবারের আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত