Logo
TV
ব্রেকিং নিউজঃ
Thursday 21st November 2024
ইসলামী জগৎ
হজের সময় অনুমতি ছাড়া সউদী বাসিন্দাদের মক্কায় প্রবেশ নিষেধ
 SUNNEWSBD.COM
 Publish: 20-May-2023

হজের সময় অনুমতি ছাড়া সউদী বাসিন্দাদের মক্কায় প্রবেশ নিষেধ



সাননিউজবিডি ডটকম ডেস্ক॥ইসলামী জগৎ॥ হজযাত্রীরা আগামী সোমবার থেকে মক্কায় প্রবেশ করতে শুরু করবেন। এ সময়ে অনুমতি ছাড়া সউদী আরবের বাসিন্দারা মক্কায় প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে সউদী কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, হজ পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সউদী বাসিন্দাদের একটি ‘পারমিট’ বা অনুমতি নিতে হবে। যেসব বাসিন্দাদের পারমিট নেই তাদের মক্কার সীমান্তে নিরাপত্তা বাহিনী প্রবেশ করতে দেবে না।

তবে সউদী বাসিন্দা ও পর্যটকদের মদিনায় যাওয়ার অনুমতি দিয়েছে সউদী কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববী পরিদর্শনে ইচ্ছুকদের ‘নুসুক অ্যাপে’ নিবন্ধন করতে হবে।

এ বছর হজ করতে ইচ্ছুক হজযাত্রীদের অবশ্যই করোনার সম্পূর্ণ ডোজ টিকা দিতে হবে এবং মৌসুমি জ্বরের টিকা নিতে হবে। হজযাত্রীদের দীর্ঘস্থায়ী রোগ বা সংক্রামক রোগে আক্রান্ত হওয়া চলবে না।

সউদী আরবের হজ ও ওমরা বিষয়কমন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ চলতি বছরের শুরুতে বলেছিলেন, এ বছর ২০ লাখ হজযাত্রীকে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সউদী সরকার।

হজ উপলক্ষে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সউদী আরব। এ কারণে ধারণা করা হচ্ছে, এ বছর হজযাত্রীদের সংখ্যা করোনা পূর্ববর্তী সময়ের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। করোনা মহামারি শুরুর আগের বছর ২০১৯ সালে ২৬ লাখ মানুষ হজ পালন করতে সউদী আরবে জড়ো হয়েছিলেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত