Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 27th July 2024
তথ্য-প্রযুক্তি
ইন্টারনেট সেবাদানকারী ১৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
 SUNNEWSBD.COM
 Publish: 08-Sep-2023

ইন্টারনেট সেবাদানকারী ১৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল



সাননিউজবিডি ডটকম, তর্থ্য প্রযুক্তি ডেস্ক॥ ১৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় আজ বুধবার তাদের লাইসেন্স বাতিল করা হয়। আগামী ১০ দিনের মধ্যে বিটিআরসির কাছে তাদের লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া আইএসপিগুলো হলো- বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, আপন এন্টারপ্রাইজ, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, সেগুনবাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট ও এয়ারনেট কমিউনিকেশন।

বিটিআরসি জানিয়েছে, এসব আইএসপির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই আইএসপিগুলোর সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে বিটিআরসি।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত