Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 27th July 2024
প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের বিদায়ে আনন্দের অশ্রু,উপস্থিত পৌর মেয়র
 SUNNEWSBD.COM
 Publish: 25-Jan-2024

কালীগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের বিদায়ে আনন্দের অশ্রু,উপস্থিত পৌর মেয়র



সাননিউজবিডি ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের কালীগঞ্জ পৌরসভা এলাকার চায়না দাস একজন পরিচ্ছন্নতাকর্মী। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে শহর পরিস্কার করার কাজে নেমে পড়েন। শীত বর্ষা উপেক্ষা করে বছরের প্রতিটি দিনই তাকে এ কাজ করতে হয়। এ কাজ করে পাওয়া সামান্য উপার্জন দিয়েই চলে পরিবারের দিনাতিপাত। অনেক সময় খেয়ে না খেয়েও চলে দিন। যাদের অক্লান্ত পরিশ্রমে শহর পরিস্কার থাকে তাদের খোঁজ রাখে না কেউ।

চায়না দাসের বয়স এখন ৬৫ বছর। বয়সের ভারে এখন আর আগের মত কাজ করতে পারেন না। বুধবার (২৪ জানুয়ারি) চায়না দাস কাজ থেকে বিদায় নিয়েছেন। তারই মত কাজ ছেড়েছেন সচিন্দ্রনাথ দাস, সরেন্দ্রনাথ দাস, তুলি দাস ও কাত্তিক দাসসহ ৬ জন।

তারা সবাই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। তাদের সবার বসবাস কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ায়।

শহরের সবাই পরিচ্ছন্নতার কাজ করা এসব মানুষদের ভুলে গেলেও ভুলে যাননি কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় দেওয়া হয়। এদিন পৌরসভা কার্যালয়ে তাদের হাতে ১৫ হাজার টাকা করে প্রত্যেকের হাতে চেক তুলে দেন মেয়র আশরাফুল আলম আশরাফ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব আব্দুল্লাহ আল মাসুম, পৌর লাইসেন্স পরিদর্শক সামুদুর রহমান, কাউন্সিলর রুবেল হোসেন, মহিলা কাউন্সিলর শামছুন্নাহার বীনা ও মমতাজ বেগম প্রমুখ।

বিদায় বেলায় টাকা পেয়ে খুশি এসব পরিচ্ছন্নতাকর্মী। এর আগে কখনো বিদায় নেওয়া পরিচ্ছন্নতাকর্মীদের এককালীন টাকা দেওয়া হয়নি বলেও জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ দ্বায়িত্ব নেওয়ার পর পরিচ্ছন্নতাকর্মীদের কথা চিন্তা করে একটি ফান্ড গঠন করে। এ ফান্ডে প্রতিমাসে পৌরসভার কর্মকর্তা-কর্মাচারীদের থেকে ১০০ টাকা এবং পৌর মেয়র ৫০০০ টাকা জামা করেন।

জমাকৃত এসব টাকায় পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসা ও বিপদ-আপদে দেওয়া হয়ে থাকে। একই ফান্ড থেকে এবারই প্রথম একসাথে ৬ পরিচ্ছন্নতাকর্মীকে প্রায় এক লাখ টাকা তুলে দেওয়া হয়।

বিদায় নেওয়া পরিচ্ছন্নতাকর্মী সচিন্দ্রনাথ জানান, ছোট বেলা থেকে শহর পরিচ্ছন্নতার কাজ করছি। কখনো কোন মেয়র বা কোন ব্যক্তি আমাদের কথা ভাবেনি। আর্থিক সহযোগীতা নিয়ে পাশে দাড়াইনি। এই প্রথম কোন মেয়র আমাদের কল্যাণের কথা চিন্তা করে ফান্ড গঠন করেছে। বিদায় বেলায় বৃদ্ধ বয়সে সামান্য কিছু টাকা পেয়েই আমরা খুশি।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, আমি দ্বায়িত্ব নেওয়ার পর বিশেষ করে শহর পরিস্কার করার কাজে নিয়োজিত মানুষদের কথা সবার আগে মনে পড়ে। তখনই আমি তাদের কল্যাণে একটি ফান্ড গঠন করি। তখন থেকে প্রতি মাসে পৌর কর্মকর্তা-কর্মাচারীদের থেকে ১০০

টাকা এবং আমি ৫০০০ টাকা জামা শুরু করি। সেই জমানো টাকা থেকে তাদের বিভিন্ন সময় তাদের প্রয়োজনে টাকাগুলো ব্যয় করা হয়ে থাকে। আজ আমি বিদায়ী ৬ জনকে সামান্য কিছু টাকা তাদের হাতে তুলে দিতে পেরেছি, এই সামান্য টাকা হয়ত অন্যদের জীবনে কোন প্রভাব না পড়লেও সমাজে পিছিয়ে পড়া এই জনগষ্ঠির জন্য সম্মান ও পরবত্তীতে সাহস যোগাতে সহায়তা করবে।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ



সর্বাধিক পঠিত