Logo
TV
ব্রেকিং নিউজঃ
Sunday 8th September 2024
ভ্রমন
দার্জিলিং যাওয়ার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু
 SUNNEWSBD.COM
 Publish: 16-May-2024

দার্জিলিং যাওয়ার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু



সাননিউজবিডি ডটকম ডেস্ক॥ভ্রমন॥ ভারতের দার্জিলিংয়ে যাওয়া পথে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, ৬৫ বছর বয়সী ওই পর্যটকের নাম এস কে আজিজুল হক। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ছিলেন তিনি।

দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল হক একাই দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে মিতালী এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যান। সেখান থেকে তিনি এক বাংলাদেশি সহযাত্রী সঙ্গে শেয়ারে দার্জিলিং যাচ্ছিলেন। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়ির মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে কার্শিয়াং জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিজুল হকের সহযাত্রী মো. ফজলুর রহমান জানান, সহযাত্রী হিসেবে ট্রেনেই তাদের পরিচয় হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন আজিজুল হক। তিনি পরিবারকে ফোন করে অসুস্থতার কথাও জানিয়েছিলেন। কিন্তু তিনি সমতলে না থেকে অসুস্থ অবস্থাতেই শেয়ার গাড়িতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় খাওয়া দাওয়াও করেন। এর কিছুক্ষণ পরেই চলমান গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে





তারিখ অনুযায়ী খবর দেখুনঃ