Logo
TV
ব্রেকিং নিউজঃ
Wednesday 28th February 2024
খেলা
ভারতে খেলতে গেলেন সাবিনা সানজিদা আক্তার ও সাবিনা খাতুন
 SUNNEWSBD.COM
 Publish: 16-Jan-2024

ভারতে খেলতে গেলেন সাবিনা সানজিদা আক্তার ও সাবিনা খাতুনসাননিউজবিডি ডটকম ডেস্ক:-॥খেলাধুলা॥ ভারতীয় নারী লিগে আরও একবার খেলতে গেলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। পাঁচ বছর আগে সেথু এফসির হয়ে খেলতে প্রথমবার ভারতে গিয়েছিলেন তিনি। আগের দিন ভিসা পেয়ে সোমবার দুপুরের ফ্লাইট ধরেন সাবিনা। সেখানে চলমান নারী লিগে কর্নাটকের কিকস্টার্ট ফুটবল ক্লাবের হয়ে খেলবেন তিন মাসের চুক্তিতে খেলবেন এই ফরোয়ার্ড। ২০১৮ সালে সেথু এফসির জার্সিতে ৭ ম্যাচে ৬ গোল করেছিলেন তিনি।

সেবার সাবিনার সঙ্গে একই দলে খেলেছিলেন কৃষ্ণা রানী সরকারও। এবার সাবিনা একাই খেলবেন। বুধবার গোয়ায় ভারতের ঘরোয়া লিগের খেলায় সেই সেথু এফসির বিপক্ষেই মাঠে নামতে পারেন সাবিনা। কিকস্টার্ট ক্লাবে বিদেশী খেলোয়াড় কোটায় সাবিনা ছাড়াও নেপালের দুজন খেলোয়াড় রয়েছেন। সাবিনা জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে ছিলেন। ভারতের লিগে খেলার সুযোগ পাওয়ায় বাফুফে সাবিনাকে অনাপত্তিপত্র পত্র দিয়েছে।

সানজিদা খেলবেন ইস্ট বেঙ্গলে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলা সানজিদা আক্তারের ক্যারিয়ার যোগ হতে যাচ্ছে এক নতুন মাত্রা। সাবিনা, কৃষ্ণা ও মাতসুশিমার পর দেশের চতুর্থ নারী ফুটবলার হিসেবে বিদেশী লিগে খেলতে যাচ্ছেন তিনি। সেটা ভারতের ইস্ট বেঙ্গল নারী ক্লাবে। এই ক্লাবেই নব্বইয়ের দশকে মাঠ কাঁপিয়েছেন প্রয়াত মোনেম মুন্না। এছাড়া একইস ক্লাবে খেলেছেন শেখ মো. আসলাম, গোলাম গাউস, রিজভী করিম রুমির মতো তারকা ফুটবলাররা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে। তিনি জানিয়েছেন সানজিদাকে প্রস্তাব দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। বাফুফে তাকে ইতোমধ্যেই খেলার ছাড়পত্র বা অনুমতি দিয়েছে। ইস্ট বেঙ্গলে খেলতে ভারতে যাওয়ার জন্য ইতোমধ্যেই ভিসার আবেদন করেছেন সানজিদা। কিরণ আশা করছেন ভিসা পেলে দ্রুতই সানজিদা ভারতে চলে যাবেন।

ভারতীয় নারী ফুটবল লিগের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে পাঁচে আছে ইস্ট বেঙ্গল। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ৩ পয়েন্ট তাদের। ৪ ম্যাচের প্রতিটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উড়িষ্যা এফসি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সাবিনার ক্লাব কিকস্টার্ট এফসি। আগামী ১৮ জানুয়ারি ইস্ট বেঙ্গলের পরের ম্যাচের প্রতিপক্ষ উড়িষ্যা এফসি। এই ম্যাচের আগেই ভারতে যাওয়ার চেষ্টা করছেন সানজিদা।

এমদাদুল ইসলাম ( ইনতা )
সম্পাদক
সাননিউজবিডি ডটকম
এখানে আরও খবর রয়েছে

তারিখ অনুযায়ী খবর দেখুনঃসর্বাধিক পঠিত