Logo
TV
ব্রেকিং নিউজঃ
Wednesday 28th February 2024
বিনোদন
শীতে উষ্ণতা ছড়ালেন মিম বিদ্যা সিনহা মিম।
 SUNNEWSBD.COM
 Publish: 17-Jan-2024

শীতে উষ্ণতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম।

সাননিউজবিডি ডডেস্কঃ বিদ্যা সিনহা সাহা মীম। সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। মীমের শুরুটা হয়েছিল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় যেখানে তিনি প্রথম-স্থান অর্জন করেছিলেন। তারপর একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

মীম বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে হাজির হয়েছেন দর্শকদের সামনে। তবে এবার তিনি এমন এক রূপে হাজির হয়েছেন যা দেখে দর্শক ভক্তরা বলছেন, এই তীব্র শীতে উষ্ণতা ছড়াচ্ছেন মীম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া থ্রেডস এ তিনি তাঁর দুইটা ছবি প্রকাশ করেন। যে ছবিগুলোতে বেশ লাবণ্যময়ী দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে তিনি লিখেন life is a party, Dress like it.এই ছবির নীচে অসংখ্য ভক্তরা মীমের প্রতি নিজের ভালোবাসা জানাচ্ছেন কমেন্টের মাধ্যমে।

বিদ্যা সিনহা মীম এর সাম্প্রতিক অন্তর্জাল মুভিটি ওটিটি তে মুক্তি পেয়েছে। যেখানে মীম ছাড়াও অভিনয় করেছেন এ বি এম সুমন, রওনক হাসান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার, মোহাম্মদ বারী, কিটো ভাই প্রমুখ।

এমদাদুল ইসলাম ( ইনতা )
সম্পাদক
সাননিউজবিডি ডটকম
এখানে আরও খবর রয়েছে

তারিখ অনুযায়ী খবর দেখুনঃসর্বাধিক পঠিত