Logo
TV
ব্রেকিং নিউজঃ
Monday 24th June 2024
বিনোদন
শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল
 SUNNEWSBD.COM
 Publish: 24-May-2024

শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল

সাননিউজবিডি ডটকম ডেস্ক:বিনোদন॥ মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্র শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর। এক সভায় এমনই কথা এসেছে।

আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি, ‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’ আপনারা যাঁরা যাঁরা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরক্টরদের বলব,‘তোমার ক’জন লাগবে দাও।’ এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা, যাঁরা কাজ করতে আগ্রহী।

এসেছে বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও। মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দিবেন।

এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দিব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তাঁরা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।

এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বলেছিলেন, আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।

এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

সাননিউজবিডি ডটকম
এখানে আরও খবর রয়েছে

তারিখ অনুযায়ী খবর দেখুনঃ