Logo
TV
ব্রেকিং নিউজঃ
Saturday 21st September 2024
জাতীয়
আজ থেকে শুক্রবারেও চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশন
 SUNNEWSBD.COM
 Publish: 20-Sep-2024

আজ থেকে শুক্রবারেও চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশন



সাননিউজবিডি ডটকম ডেস্ক:॥জাতীয়॥ এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। দিকে, মেরামত শেষ হওয়ায় আজ খুলবে কাজীপাড়া স্টেশনও।

প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন। ফাইল ছবি

যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রো রেল।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল'র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ জানান, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েক'শ কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান, ডিএমটিসিএল'র ব্যাবস্থাপনা পরিচালক।





সাননিউজবিডি ডটকম




এখানে আরও খবর রয়েছে


এই মুহুর্তের শীর্ষ খবর



তারিখ অনুযায়ী খবর দেখুনঃ